রাঙামাটিতে নগদ টাকাসহ ৫০০ পিস ইয়াবা জব্দ
রাঙামাটিতে পুলিশ অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা বড়ি, নগদ ৫৬ হাজার ৫০০ টাকা জব্দ করেছে। এ ঘটনায় মো. নাছির উদ্দিন (৪০) নামের এক যুবককে আটক করা হয়।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) জেলা শহরের মহসিন কলোনী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শহরের মহসিন কলোনীতে অভিযান পরিচালনা করে নেশাদ্রব্য ইয়াবা বড়ি, নগদ টাকা জব্দ এবং এক মাদক কারবারীকে আটক করে।
রাঙামাটি কোতয়ালী থানার উপ- পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Facebook Comment