রাঙামাটিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

পর্যটন নগরী রাঙামাটির সৌন্দর্য বৃদ্ধি করার লক্ষ্যে শহরে পরিষ্কার-পরিছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
রোববার (৭ মে) দুপুরে জেলা প্রশাসন ও রাঙামাটি পৌরসভার যৌথ আয়োজনে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সড়ক দখল করে গড়ে উঠা বিভিন্ন ভাসমান দোকান গুঁড়িয়ে দেয়া হয়। অবৈধ ভাবে ফুটপাত দখল করে গাড়ি পাকিং করা চালকদের হুঁশিয়ারী করা হয় এবং ভবিষ্যতে যত্রতত্র পার্কিং না করতে নিষেধ করা হয়।
এছাড়াও শহরের পুরো এলাকায় ময়লা-আবর্জনা না ফেলতে বিধিনিষেধ এবং ময়লা ফেলার দায়ে শাস্তি প্রদান করা হবে বলে অভিযানে জানান কর্তৃপক্ষ।
এ সময় অভিযানে অংশ নেন, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর মুহাম্মদ ইনামুল হাছান, ৭নং ওয়ার্ড কমিশনার জামাল উদ্দিনসহ সংশ্লিষ্টরা।
নিউজটি ভিডিওতে দেখুন: