রাঙামাটিতে পুলিশ সুপারের সঙ্গে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময়
রাঙামাটিতে পুলিশ সুপার মীর আবু তৌহিদের সঙ্গে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সনাতন ধর্মাবলম্বীর বিভিন্ন উপাসনালয়ের নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাসহ সার্বিক বিষয়ে আলোচনা করা হয়। এসময় পুলিশ সুপার রাঙামাটি পার্বত্য জেলার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকল্পে জেলা পুলিশ বদ্ধপরিকর বলে মন্তব্য করেন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহম্মেদ, মোহম্মদ শাহ ইমরান, শাহনেওয়াজ রাজু, সাইফুল ইসলাম এবং সনাতন ধর্মাবলম্বীর বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঘটনাপ্রবাহ: পুলিশ সুপার, মতবিনিময়, রাঙামাটি
Facebook Comment