রাঙামাটিতে
মাটি চাপা পড়ে নিহতদের পরিবারকে প্রশাসনের আর্থিক সহায়তা


নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা করছেন জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ
রাঙামাটি শহরের মহিলা কলেজ সড়কে মাটি চাপা পড়ে তিন শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় জেলা প্রশাসন মৃত ব্যক্তির প্রত্যোক পরিবারকে নগদ ২০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেছেন।
রোববার (২জুন) দুপুরে জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ রাঙামাটি সদর হাসপাতাল পরিদর্শন শেষে এ সহায়তা প্রদান করেন।
এসময় সিভিল সার্জন ডা. শহীদ তালুকদারসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিসি মামুন বলেন, বাড়ির মালিকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। তাদের ছাড় দেওয়া হবে না। এসময় নিহত স্বজনদের পক্ষ থেকে লাশের ময়না তদন্ত না করার দাবি জানালে তিনি তাদের দাবি পূরণ করেন।
ঘটনাপ্রবাহ: আথিক, নিহতের, পরিবার
Facebook Comment