রাঙামাটিতে শুকনো পাতায় আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টি

fec-image

রাঙ্গামাটি শহরের দুইটি স্থানে শুকনো পাতায় আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে।

শনিবার (২১ মার্চ) দুপুরে শহরের কাঠালতলী ও পূর্ব টাইবেল আদাম এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের কাঠালতলী এলাকার আলী আহমদ সওদাগর তার নিজ বাড়িতে ময়লা-আর্বজনা পরিষ্কারের নামে শুকনা পাতায় আগুন দিলে আগুনের লেলিহান শিখা এবং ধোঁয়া বাড়ির আশে পাশে ছড়িয়ে পড়লে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়।

এসময় স্থানীয়রা রাঙ্গামাটি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। এর আগে স্থানীয়রা পাতায় লাগানো আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

অপরদিকে একই দিনে দুপুরে শহরের পূর্ব টাইবেল আদাম এলাকায় শুকনা পাতায় আগুন দিলে আগুনের লেলিহান শিখায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করে। এসময়ও স্থানীয়রা আগুন লেগেছে ভেবে ফায়ার সার্ভিসকে খবর দিলে কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং পূর্বের ঘটনার পুনবৃত্তি দেখে । তবে এ ঘটনায় একটি বাঁশের ঝাঁড় পুড়ে ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, এধরণের ঘটনাগুলো খুবই হতাশাজনক। ছোট ছোট ঘটনা থেকেই বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাই সকলের সচেতন হওয়া উচিত।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের সহকারী উপ-পরিচালক রতন কুমার নাথ বলেন, প্রতিনিয়ত জনগণকে অগ্নিকান্ডের সচেতন করার লক্ষে প্রশিক্ষণ ও মহড়া অব্যাহত রাখা হয়েছে। জনগণ সচেতন হলেই এধরণের ছোটখাটো ঘটনা এড়িয়ে চলা যায়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আগুন, ফায়ার সার্ভিস, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন