রাঙামাটির কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা শুরু

fec-image

রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছের বংশবিস্তার ও প্রাকৃতিক প্রজনন নিশ্চিতকরণে অন্যান্য বছরের ন্যায় এ বছরও আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) থেকে হ্রদে মৎস্য আহরণের উপর নিষেধাজ্ঞা শুরু হয়েছে।

চলতি বছরের ২৪ জুলাই পর্যন্ত আগামী ৩ মাস হ্রদে সব ধরনের মাছ ধরা, বাজারজাতকরণ এবং পরিবহনের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ থাকবে।

এর আগে গত ১৮ এপ্রিল জেলা প্রশাসনের কার্যালয়ে কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ, নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত বিষয় নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছিলো। বন্ধকালীন সময়ে হ্রদে মাছের উৎপাদন বৃদ্ধিকল্পে কার্পজাতীয় মাছ অবমুক্ত করা হবে।

হ্রদে মৎস্য আহরণ বন্ধকালীন সময়ে অবৈধ উপায়ে মাছ ধরা, পরিবহণ ও বাজারজাতকরণ বন্ধ করতে মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি হ্রদের বিভিন্ন স্থানে নৌপুলিশ মোতায়েন করা হয়েছে। হ্রদে অবৈধ উপায়ে কোন অসাধু চক্র মাছ শিকার করলে তাদের জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিষেধাজ্ঞাকালীন সময় থেকে স্থানীয় সকল বরফকল বন্ধ রাখা হয়েছে। বন্ধকালীন তারিখ হতে স্থানীয় বাজারসমূহ ও কাপ্তাই হ্রদ মনিটরিং করবে প্রশাসন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই হ্রদ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: Trying to access array offset on value of type bool in /home/parbatta/public_html/wp-content/themes/artheme/ar_framework/functions_custom.php on line 255
আরও পড়ুন