রাঙামাটির দুই বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধিত করল পুলিশ
রাঙামাটির দুই বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করলো পুলিশ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করেন পুুলিশ সুপার (এসপি) আলমগীর কবির।
সংবর্ধিত মুক্তিযোদ্ধারা হলেন, রাঙামাটি পার্বত্য জেলায় বসবাসরত পুলিশ বীর মুক্তিযোদ্ধা মো. হেমায়েত আলম এবং মো. আব্দুল আজিজ খান।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ছুফি উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ, সহকারি পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল) মো. আব্দুল আওয়াল চৌধুরী, সহকারি পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. রকিবুল হাসান, সহকারি পুলিশ সুপার (শিক্ষানবিশ) মোহাম্মদ সোহেল উদ্দিনসহ জেলা পুলিশের উর্ধ্বতন অফিসারবৃন্দ।
ঘটনাপ্রবাহ: পুুলিশ সুপার, মুক্তিযোদ্ধা, সংবর্ধনা
Facebook Comment