রাজস্থলীতে আইনশৃঙ্খলা কমিটির সভায় অপরাধ দমনে একযোগে কাজ করার তাগিদ


রাঙামাটি রাজস্থলী উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল ১০টায় আইন শৃঙ্খলা কমিটির সভা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র সভায় সভাপতিত্ব করেন।
সভায় রাজস্থলী উপজেলার বিভিন্ন এলাকায় চুরি, মাদক, জবর দখল, সিএনজি অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধ বিষয়ে সভায় আলোচনা করা হয়। আইনশৃঙ্খলা কমিটির সভায় সকলের বক্তব্য প্রদান করেন মাদক রোধ, চুরি বিষয়ে সকলকে ব্যবস্থা ও সচেতন হওয়ার জন্য প্রশাসনকে অবগতি করা হয়।
আইনশৃঙ্খলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সজীব রুদ্র জানান, প্রশাসনের একার পক্ষে মাদক ও অপরাধ রোধ করা সম্ভব নয়। পাশাপাশি এ বিষয়ে সকলে এগিয়ে আসতে হবে। এছাড়া মাদক নিয়ন্ত্রণ ও মাদক বিরোধী এবং প্রচারণা বিষয়ে আলোচনা করা হয়।
ঘটনাপ্রবাহ: রাজস্থলী
Facebook Comment