রাজস্থলীতে চোলাই মদসহ তিন মাদক ব্যবসায়ী আটক

রাঙামাটি জেলা গোয়েন্দা শাখার (ডিবি পুলিশ) বিশেষ অভিযানে ১০২ লিটার দেশীয় চোলাই মদসহ তিন মাদকব্যবসায়ীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৭ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার এস আই ( নিরস্ত্র) এহসানুল শামীম।
তিনি জানান, রাজস্থলী উপজেলার চন্দ্রঘোনা থানাধীন তিন নম্বর বাঙালহালিয়া ইউনিয়নের বাঙালহালিয়া ডাক বাংলা মধ্যম পাড়া এলাকায় মাদক
বিরোধী অভিযান চালানো হয়। এসময় উওয়াসিং মারমার (২২) দোকান তল্লাশি করে একশত দুই লিটার দেশীয় চোলাইমদ জব্দ করা হয়। এসময় আরো দুইজন উথোয়াইসিং মারমা ও মো. সেলিমকে (৫০) আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় মাদক দ্রব্য মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আগামীকাল বুধবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলেও জানায় ডিবি পুলিশ।