রাজস্থলীতে জাতীয় দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা

fec-image

জাতীয় শিশু দিবস, মহান স্বাধীনতা দিবস ও গণহত্যা দিবস উদযাপনের লক্ষ্যে রাঙামাটির রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদের নির্বাহী অফিসারের কার্যলয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী শান্তনু কুমার দাশের সভাপতিত্বে এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহলাঅং মারমা, ২নং গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, থানা ওসি তদন্ত সামশু উদ্দিন, আনসার ভিডিপি কর্মকর্তা আবদুস সাত্তার, রেঞ্জ কর্মকর্তা শাহিন মিয়া, প্রাথমিক শিক্ষা অফিসার তাজেরুল ইসলাম, প্রকৌশলী হাসিবুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হেলাল, সাংবাদিক আজগর আলী খানসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি, শিক্ষক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, হেডম্যান, ক্রীড়া, সাংস্কৃতিক ও স্কাউট এবং এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় কেন্দ্রীয় সরকারের নির্দেশনা মোতাবেক যথাযোগ্য মর্যাদায় জাতীয় দিবসসমূহ উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন