রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যােগে মাসিক আইন শৃঙ্খলা সভা


দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদসহ সরকারবিরোধী যেকোনো কার্যক্রম নিয়ন্ত্রণে রাজস্থলীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৯ টার দিকে রাঙামাটি রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, থানা অফিসার ইনচার্জ জাকির হোসেন, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, বাঙালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, ডা. সোহেল চৌধুরী, আনসার ভিডিপি কর্মকর্তা আবদুর সাত্তার, প্রাথমিক শিক্ষা অফিসার তাজুরুল ইসলাম।
এছাড়া সব বিভাগের বিভাগীয় কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সাংবাদিকগন উপস্থিত ছিলেন।