রাবিপ্রবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরিক্ষা আগামীকাল


রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘সি’ ইউনিটের জেনারেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরিক্ষা আগামীকাল ১ নভেম্বর অনুষ্ঠিত হবে।
রোববার (৩১ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘সি’ ইউনিটের ভর্তি পরিক্ষায় ৬৭৬ পরিক্ষার্থী অংশগ্রহণ করবেন।
‘সি’ ইউনিটের অধীনে বিজনেজ স্টাডিজ অনুষদভুক্ত ম্যানেজমেন্ট বিভাগে ৫০টি আসন এবং ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে ২৫টি আসন রয়েছে।
ঘটনাপ্রবাহ: ‘সি’, ১নভেম্বর, ইউনিটের
Facebook Comment