রামগড়ে পাহাড় কাটায় দুই ব্যক্তির ৩ লাখ টাকা জরিমানা

খাগড়াছড়ির রামগড়ে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে দুই ব্যক্তিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার গভীর রাতে রামগড় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কালাডেবা এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ অর্থদণ্ড দেন।
রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন মোবাইল কোর্ট পরিচালনা করেন।
সংশ্লিষ্টরা জানায়, কালাডেবা এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার গোপনসূত্রে খবর পেয়ে বুধবার রাত ১১টায় মোবাইল কোর্ট অভিযানে নামেন। এসময় পাহাড়ের মালিক ও পাহাড় কাটার সাথে জড়িত ব্যক্তিকে স্পটে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। এ বেআইনীকাজের অপরাধে আদালত পাহাড়ের মালিক রওশন আরা বেগমকে ৫০ হাজার টাকা ও পাহাড় কাটায় জড়িত আলমগীর কবিরকে দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন বলেন, পাহাড় কাটার বিরুদ্ধে বুধবার রাত সাড়ে ৮টা হতে ১১ টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাহাড় কাটার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় দুটি মামলায় দুই ব্যক্তিকে মোট তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
তিনি আরও বলেন, পাহাড় কাটার বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।