রামগড়ে দুই শিলংজুয়াড়ির ৫ দিনের জেল


খাগড়াছড়িরর রামগড়ে দুই শিলংজুয়াড়িকে ৫দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
শুক্রবার (৩১মে) রাতে পৌরসভার সিনেমা হল মার্কেট এলাকায় অনলাইন ভিত্তিক ভারতীয় শিলং তীর নামক জুয়া খেলার সময় পুলিশ দুই যুবককে আটক করে।
এরা হলেন পৌরসভার গর্জনতলী এলাকার বিন্দু হরন নাথের ছেলে বাবুল চন্দ্র নাথ ও একই এলাকার আব্দুস সোবাহানের ছেলে মো. আরিফ।
জানাযায, গোপন সংবাদের ভিওিতে রামগড় থানার এস আই সালেহ আহমেদের নেতৃত্বে পুলিশ তাদের আটক করে। পরে এদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুজনকে ৫ দিনের কারাদণ্ড দেয়া হয়।
রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইসরাত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট আইনের ধারা মোতাবেক তাদের ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
ঘটনাপ্রবাহ: জেল, রামগড়ে, শিলংজুয়াড়ির
Facebook Comment