রামুতে বিদেশি সিগারেট ও মোটরসাইকেলসহ ২ যুবক আটক
রামু উপজেলার কচ্ছপিয়ায় গর্জনিয়া পুলিশ ফাঁড়ির অভিযানে এক হাজার প্যাকেট বিদেশি সিগারেটসহ দুই পাচারকারীকে একটি মোটরসাইকেলসহ আটক করেছে পুলিশ।
আটককৃত মো. রহিম উল্লাহ (২০) কচ্ছপিয়া ইউনিয়নের বড় জাংছড়ি নুরুল আলমের ছেলে। অপর জন রহিম উল্লাহ (প্রকাশ বাহাূুর ২২) সে কাউয়ার খোপ ইউনিয়নের উখিয়ার ঘোনা লাউয়ার পাড়া ফরিদুল আলমের ছেলে বলে জানান পুলিশ।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকালে গর্জনিয়া পুলিশের নবাগত আইসি সাইফুল আলম ও এসআই শরিফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে কচ্ছপিয়া ইউনিয়নের হাইস্কুল পাড়া থেকে এসব বিদেশি সিগারেট উদ্ধার করতে সক্ষম হন পুলিশ।
ফাঁড়ির আইসি সাইফুল আলম জানান, তিনি সবেমাত্র যোগদান করেছে। অস্ত্র, সন্ত্রাসী কর্মকান্ড মাদকসহ চোরাকারবারিদের ছাড়া দেওয়া হবে না বলে জানান এ কর্মকর্তা।