রামুর ইট ভাটাগুলোতে দিনে পোড়ে কয়লা রাতে জ্বলে কাঠ : বনাঞ্চল উজাড়

xcdf5

উপজেলা প্রতিনিধি, রামু, কক্সবাজার:

কক্সবাজারের রামুর ইটভাটাগুলোতে দিনে পোড়ানো হয় কয়লা আর রাতে পোড়ানো হয় জ্বালানি কাঠ। অভিযোগ উঠেছে রামু উপজেলায় সংরক্ষিত বনের ভিতর ১০টি ও আশপাশ এলাকায় কৃষি জমিতে নির্মিত প্রায় ২০টি ইট ভাটায় কয়লার পরিবর্তে জ্বালানি হিসেবে কাঠ পোড়ানো হচ্ছে। ইট ভাটাগুলোর জ্বালানি কাঠ জোগান দিতে সংঘবদ্ধ সিন্ডিকেট বন বিভাগ ও পুলিশকে ম্যানেজ করে সংরক্ষিত বন, সামাজিক বনায়নের কচি গাছ কাটছে।

সংঘবদ্ধ চক্র দিনে ও রাতে সুযোগ বুঝে মিনি ট্রাক, জিপ ও ভ্যান গাড়িযোগে ইট ভাটাগুলো কাঠ পাচার করছে। প্রতিদিন কাঠ পাচারকারীরা রশিদ নগর এলাকা থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক, উখিয়ার ঘোনা এলাকা থেকে রামু, নাইক্ষ্যংছড়ি, রাজারকুল ও দারিয়ারদীঘি এলাকা থেকে রামু পুরাতন আরাকান সড়ক ও পানের ছড়া এলাকা থেকে টেকনাফ সড়ক দিয়ে এসব জ্বালানি কাঠ ইট ভাটায় পাচার করছে। স্থানীয়রা জানান, রামু উপজেলার ছোট বড় ৩০টি ইট ভাটায় কয়লার পরিবর্তে কাঠ পোড়ানো হচ্ছে।

এ ছাড়া ফসলি জমির মাটি কেটে ইট তৈরি করায় পরিবেশ নষ্ট হচ্ছে। ইট ভাটার বিষাক্ত ধোঁয়ায় জীব-বৈচিত্র্য ধ্বংসসহ মানুষের নানা রোগে আক্রান্ত হচ্ছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন