রামুর কচ্ছপিয়ায় ১০ হাজার ইয়াবাসহ টমটম চালক আটক
রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের গর্জনিয়া বাজারে ১০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করা হয়েছে। আটক আয়াত উল্লাহ (২৫) পেশায় ইজিবাইক (টমটম) চালক। সে একই ইউনিয়নের মৌলভীরকাটা এলাকার মৃত আবদু শুক্কুরের ছেলে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাতটায় গোপন সংবাদের ভিত্তিতে গর্জনিয়া বাজারের মোল্লার দোকান এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল বিজিবির সহায়তায় অভিযান চালায়। এসময় ইয়াবা ব্যবসায় জড়িত ৩ জনের একটি দলকে তাড়া করলে ২ জন পালিয়ে যায়। এরমধ্যে ১০ হাজার ইয়াবাসহ ধরা পড়েন আয়াত উল্লাহ।
কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এ ব্যাপারে আটক যুবকের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।
ঘটনাপ্রবাহ: আটক, ইয়াবাসহ, রামুর
Facebook Comment