রুমায় কেএনএফের বিরুদ্ধে বিশেষ অভিযান, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
বান্দরবানের রুমায় কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) বিরুদ্ধে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকাল ৪টার দিকে উপজেলার মুনলাই পাড়া এলাকায় কেএনএফের সশস্ত্র শাখা কেএনএ’র বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এসময় ওই এলাকা তল্লাশি করে ০১টি এসএমজি (ম্যাগজিন সহ), ২টি গাঁদা বন্দুক (১৫৯ রাউন্ড কার্তুজ ও ১টি কার্তুজ ভর্তি বেল্ট), ১টি বাইনো, ২টি ওয়াকিটকি সেট, ৩ জোড়া কেএনএ ইউনিফর্ম, ১ জোড়া বুট, ১টি হ্যান্ডকাফ, ১ বোতল স্পিলিন্ডার ও ৫টি স্মাট ফোন উদ্ধার করা হয়।
অভিযানে মুনলাই পাড়া উত্তর পশ্চিমে এবং বৈথানি পাড়া থেকে পশ্চিমে রুমা খালের পার্শ্ববর্তী লাইচেংয়াই নামক একটি আমবাগানে (লাইরুনপি পাড়া টিওবি থেকে ২ কি. মি. দক্ষিণ পূর্বে) অবস্থিত কেএনএ’র টং ঘরকে লক্ষ্য করে ক্ষুদ্রাস্ত্রের গুলি ফায়ার করা হয়। এসময় কেএনএ সদস্যরা পালিয়ে যায়। তবে অভিযানে এখন পর্যন্ত কোন প্রকার আটক ও হতাহতের তথ্য পাওয়া যায়নি।