রোয়াছড়িতে যুবককে কুপিয়ে হত্যা
বান্দরবানের রোয়াছড়িতে দা দিয়ে কুপিয়ে ক্যথুই প্রু মারমা (৩২) নামে এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। রবিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় তারাছা ইউনিয়নের বৈক্ষ্যং পাড়ার এলাকায় লতাঝিড়িতে এই ঘটনা ঘটে। নিহত যুবক উজানী পাড়া ক্যবাইচিং মারমা ছোট ছেলে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে লতাঝিড়ি এলাকায় জুম ঘর থেকে বস্তাবন্দি অবস্থায়যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
সত্যতা নিশ্চিত করে তারাছা ইউপি চেয়ারম্যান উনুমং মারমা জানান, গতকাল মদ্যপান অবস্থায় নিজেদের মধ্যে কথা কাটাকাটি হলে এক পর্যায়ের ক্যথুই প্রু মারমাকে (৩২) হত্যা করেন মংরেহ মারমা।
স্থানীয়রা জানান, গতকাল সন্ধ্যায় মদ্যপান অবস্থায় দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। সেই ক্ষোভে ক্যথুই প্রু মারমা (৩২) কে লতাঝিড়ি জুম ঘরে ডেকে নিয়ে যান ঘাতক মংরেহ মারমা। সে জুম ঘরে তাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে ঘটনাস্থল তিনি পালিয়ে যান। স্থানীয়রা খবর পেয়ে পুলিশকে খবর দেন।
তারাছা ২নং ওয়ার্ডের ইউপি সদস্য উচিংমং মারমা জানিয়েছেন, গতকাল তাদের দুইজনের মধ্যে ঝগড়া শুরু হয়েছিল। পরে লতাঝিড়ি এলাকায় জুম ঘরে ডেকে নিয়ে হত্যা করেন। পরে স্থানীয়রা জুম ঘর থেকে বস্তাবন্দি অবস্থায় লাশ পাওয়া যায়।
রোয়াংছড়ি থানা ভারপ্রাপ্ত (ওসি) আব্দুল মান্নান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। কী কারণের এই ঘটনা ঘটেছে সেই ব্যাপারে পরে বিস্তারিত বলা যাবে।