লেখাপড়া আর খেলাধুলায় সেরা পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়

এসএসসি ও অষ্টম শ্রেণীর বৃত্তির ফলাফলে পানছড়ি উপজেলায় সবচেয়ে ভালো ফলাফল করেছে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়।

এবারের এসএসসি পরীক্ষায় তাদের পাশের হার ৭৩.৮%। অষ্টম শ্রেণীর ফলাফলে টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে ৩ ও সাধারণ গ্রেডে ৫জন। জেএসসির ফলাফলে মেধাবৃত্তির গেজেটে উপজেলায় মোট ১৪জন বৃত্তি লাভ করে। যার মধ্যে টেলেন্টপুল ৪টি ও সাধারণ ১০টি। এর মাঝে বাজার উচ্চ বিদ্যালয়ের ৮ জন।

অপরদিকে খেলাধুলায়ও রয়েছে তাদের বিভাগীয় সাফল্য। আন্ত:স্কুল ফুটবলে বর্তমানে বিভাগীয় রানার্সআপ তাদের দখলে।

তাছাড়া ক্রিকেটেও জেলা চ্যাম্পিয়ন হয়ে বিভাগীয় পর্যায়ে খেলে পুরো জেলার সুনাম বয়ে এনেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

তাছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ক্রীড়া পরিদফতরের যৌথ উদ্যোগে অনুর্ধ্ব-১৫ ডেভেলপমেন্ট কাপের বাছাইয়ে দেশের সেরা ৪৮ জনের মধ্যে রয়েছে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের ইমন ও অমিক। তারা বর্তমানে ঢাকা শারীরিক শিক্ষা কলেজে প্রশিক্ষণে রয়েছে।

তাদের এ সাফল্যর ব্যাপারে জানতে চাইলে বিদ্যালয় প্রধান অলি আহম্মেদ জানান, নিয়মিত পাঠদানে তদারকির পাশাপাশি দুর্বল শিক্ষার্থীদের আলাদাভাবে দেখা হয়। খেলাধুলার ব্যাপারেও বিদ্যালয়ের পক্ষ থেকে উৎসাহিত করা হয়ে থাকে। উপজেলা ক্রীড়া সংস্থা ও পানছড়ি ফুটবল একাডেমির সার্বিক সহযোগিতার কথাও তিনি জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পানছড়ি, বাজার বিদ্যালয়
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন