শারদীয় দুর্গোৎসবে কাপ্তাই জোনের আর্থিক অনুদান প্রদান


রাঙামাটি রিজিয়নের কাপ্তাই জোন কর্তৃক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাপ্তাই উপজেলা পূজা উদযাপন পরিষদকে ১০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।
মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে কর্ণফুলি নদীতে বিজয়া নৌ-র্যালির সাংস্কৃতিক মঞ্চে জোনের ভারপ্রাপ্ত অধিনায়ক এ আর্থিক অনুদান তুলে দেন।
এসময় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু আর্থিক সহায়তা গ্রহণ করেন।
এছাড়া কাপ্তাই ব্রিকফিল্ড পূজামণ্ডপে কাপ্তাই জোনের পক্ষ হতে ৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।
ঘটনাপ্রবাহ: আর্থিক অনুদান, কাপ্তাই জোন, শারদীয়া দুর্গোৎসব
Facebook Comment