শিবগঞ্জে আওয়ামী লীগ-জামায়াত সংঘর্ষে নিহত ৩

 

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের ওমরপুরে রোবাবর দুপুরে জামায়াত ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় এক ইউপিসদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন- জামায়াত নেতা বসির আহমেদ ও আওয়ামী লীগ কর্মী নাসির উদ্দীন, নুরশেদ আলী (৪৫) বাবা বাহার আলী।

তাদের মধ্যে মতিন, এসলাম, জাহিদ ও উজ্জল নামের চারজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপর আড়াইটার দিকে উমরপুরে আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে জামায়াত কর্মীদের কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে সংঘর্ষ শুর হয়। এ সময় উভয় পক্ষ লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় ভবানীপুর মাদ্রাসার শিক্ষক বশির আহম্মেদ ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হলে তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।
 অন্যদিকে আহত নাসির উদ্দীনকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসাপাতালে নেওয়ার  পথে তিনি মারা যান।

শিবগঞ্জ থানার সেকেন্ড অফিসার আবদুর রাজ্জাক বসির আহমেদর নামের একজন নিহত হওয়ার কথা জানালেও তা ওই ঘটায় কিনা তা নিশ্চিত করেননি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন