শেখ হাসিনা’র ৭৪তম জন্মদিনে মানিকছড়িতে নানা আয়োজন

fec-image

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র আজ ৭৪তম জন্মদিন। ফলে মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনগুলো নানা আয়োজনে নেত্রীর শুভ জন্মদিন পালন করেছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় দলীয় অফিসের সামনে সভাপতি মো. জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগি সংগঠনের সকল নেতৃবৃন্দকে নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলন শেষে জাতির পিতা বঙ্গন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। এর পর শুরু হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল।

দলীয় সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ’র সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এম.এ. রাজ্জাক, জেলা আওয়ামী লীগ নেতা চন্দন কুমার দে,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সফিউল আলম চৌধুরী, আওয়ামী লীগ
সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীনসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে সভানেত্রী ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৭৪তম জন্মদিনে তাঁর দীর্ঘায়ু ও বঙ্গবন্ধু পরিবার সকল সদস্যের সুখ-শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
পরে সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিনের কেক কেটে উপস্থিত সকলের মাঝে বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আওয়ামী লীগ, জন্মদিন, প্রধানমন্ত্রী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন