সংস্কৃতির মধ্যদিয়ে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধন আরো সমৃদ্ধ হবে: পার্বত্য প্রতিমন্ত্রী


সংস্কৃতির মধ্যদিয়ে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধন আরো সমৃদ্ধ হবে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।
শনিবার (২৯ জুন) বিকেল সাড়ে ৪টায় খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে ঐতিহ্যবাহী বাউল, ধামাইল ও স্থানীয় লোকসংগীতের সমন্বয়ে জেলা পর্যায়ে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠানে পৌর টাউন অডিটোরিয়ামে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক মো. সহিদুজ্জামানের সভাপতিত্বে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, ‘আমাদের দেশ বহু সংস্কৃতিতে ভরপুর। এদেশে বহুজাতি, বহু ভাষাভাষী, বহুগোষ্ঠীর মানুষ বসবাস করে। আজকের সংস্কৃতিক উৎসবের মধ্যদিয়েই আমরা এখানে বহু জাতিগোষ্ঠী মিলিত হয়েছি। আমরা সকল সংস্কৃতির মধ্যদিয়েই সম্প্রীতির ঐক্যের বন্ধন সৃষ্টি করতে চাই। সকল সম্প্রদায়কে সাথে নিয়েই ঐক্যের বন্ধন সৃষ্টি করতে চাই।’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশকে অনন্য উচ্চতায় পৌঁছিয়ে দিবে আমাদের সংস্কৃতির প্রজন্মরাই। নতুন প্রজন্মরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়বে। সাংস্কৃতিক উৎসবের মধ্যদিয়েই আমাদের ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধন আরও সমৃদ্ধ হবে। মূল কথা সংস্কৃতির মধ্যদিয়েই ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধন আরো সমৃদ্ধ হবে।’
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মুক্তা ধর, পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী প্রমুখ।
এছাড়াও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সরকারি-বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।