সরকার ঘোষিত সময়ে জাতীয় নির্বাচন হবে : ধর্ম বিষয়ক উপদেষ্টা

fec-image

সরকার ঘোষিত যথা সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি নিয়ে সন্দেহের কোন অবকাশ নেই। সরকার নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ। কোনো ধরনের বিভ্রান্তিতে কান দেওয়ার প্রয়োজন নেই।

আজ শনিবার সকালে বান্দরবানের মেঘলা পর্যটন কমপ্লেক্স এলাকায় জেলা মডেল মসজিদের ভিত্তি ফলক উন্মোচন শেষে সাংবাদিকদের এ কথা বলেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আ ফ ম খালিদ হোসেন।

এর আগে প্রধান অতিথি থেকে শহরের মেঘলা পর্যটন কমপ্লেক্স এলাকায় ৪৩ শতক জমির উপর প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে চারতলা ভবন বিশিষ্ট জেলা মডেল মসজিদ ফলক উন্মোচন করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা।

ধর্ম উপদেষ্টা ডক্টর আ ফ ম খালিদ হোসেন বলেন, ইসলামিক সমাজের উন্নয়ন, নৈতিকতা ও মূল্যবোধ বিকাশে মসজিদগুলোর ভূমিকা অপরিসীম। সরকার প্রান্তিক জনগোষ্ঠীর সমাজ ব্যবস্থার উন্নয়নে নানা মুখি পদক্ষেপ নিয়েছে।

এসময় ধর্ম উপদেষ্টা বলেন, সরকার ১৬ কোটি টাকা ব্যয় করে এই মসজিদ নির্মাণ করেছে। এখন মসজিদকে আবাদ রাখার দায়িত্ব এলাকাবাসীর। মসজিদভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করে সমাজের সবাইকে নিয়মিত মসজিদমুখী হতে হবে। মসজিদকে সচল রাখতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করতে হবে। কেননা, নামাজ সবাইকে সকল প্রকার খারাপ কাজ থেকে মুক্ত রেখে মানুষের মধ্যে নৈতিকতাবোধ জাগ্রত করে এবং মূল্যবোধ সমুন্নত রাখে।

অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল আউয়াল হাওলাদার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস সালাম খান, প্রকল্প পরিচালক শহিদুল আলম, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার, বান্দরবান পৌরসভার প্রশাসক মঞ্জুরুল হকসহ গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন