সরকার মানুষের ভাগ্যোন্নয়নে ধারাবাহিক প্রণোদনা অব্যাহত রেখেছে: কুজেন্দ্র লাল ত্রিপুরা
উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান ও খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, সারাদেশের মতো খাগড়াছড়িতেও শিক্ষা, সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্য ও তথ্য প্রযুক্তি খাতে সরকার ধারাবাহিক প্রণোদনা অব্যাহত রেখেছে। তারই আওতায় খাগড়াছড়ি সদর উপজেলায় প্রায় ১১ হাজার ১৩৯ পবিরারের মাঝে এ সুবিধা প্রদান করা হয়।
বুধবার (১৮ অক্টােবর) খাগড়াছড়ি সদর উপজেলায় সরকারের বিভিন্ন দপ্তর থেকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সুবিধাপ্রাপ্ত উপকারভোগীদের নিয়ে আয়োজিত সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে খাগড়াছড়ি সদর উপজেলা মাঠে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপুর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. আশুতোষ চাকমা ও উপজেলা চেয়ারম্যান শানে আলম প্রমুখ।