নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে আফগানিস্তান

fec-image

প্রথম তিন ম্যাচের সবগুলোতে জিতেছে নিউজিল্যান্ড। রান রেটে পিছিয়ে ভারতের পরই পয়েন্ট টেবিলের দুইয়ে আছে কিউইরা। অন্যদিকে, তাদের প্রতিপক্ষ আফগানিস্তান সর্বশেষ ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে আছে আত্মবিশ্বাসের তুঙ্গে।

আজ বুধবার (১৮ অক্টোবর) বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড-আফগানিস্তান। টস জিতে নিউজিল্যান্ডের বিপক্ষে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। রাতে শিশিরের কথা ভেবে আগে বোলিং করার কথা জানিয়েছেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি।

আগের ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে টুর্নামেন্ট জমিয়ে তুলেছে আফগানিস্তান। আজও তারা সেরকমই কিছু চাইবে।

অন্যদিকে তিন ম্যাচের তিনটিতেই জিতে ভালো অবস্থানে আছে নিউজিল্যান্ড। তবে তাদের জন্য চিন্তার বিষয়, আবার ছিটকে গেছেন অধিনায়ক কেন উইলিয়ামসন। তাঁর জায়গায় আজ একাদশে ঢুকেছেন উইল ইয়াং। একই একাদশ নিয়ে মাঠে নামছে আফগানরা।

আফগানিস্তান একাদশ
হাশমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), রহমত শাহ, ইব্রাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, রশিদ খান, মোহাম্মদ নবি, আজমতউল্লাহ ওমরজাই,ইকরাম আলিখিল, মুজিব-উর-রহমান, নাভিন-উল-হক ও ফজল হক ফারুকি।

নিউজিল্যান্ড একাদশ
ডেভন কনওয়ে, উইল ইয়াং, ড্যারিল মিচেল, টম লাথাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, রাচিন রবীন্দ্র, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন ও মার্ক চাপম্যান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আফগানিস্তান, নিউজিল্যান্ড
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন