আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে শীর্ষে নিউজিল্যান্ড

fec-image

বল হাতে কিউইদের চাপে রেখেছিলেন আফগানরা। তবে সেই চাপ সামলে ঠিকই বড় পুঁজি গড়ে ফেলে নিউজিল্যান্ড। এর মাধ্যমে বিশ্বকাপে নিউজিল্যান্ডের জয়রথ ছুটছেই। আগের ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে এবার আফগানিস্তানকে ১৪৯ রানের বড় ব্যবধানে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিলো নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের দেওয়া ২৮৯ রানের জবাবে আফগানরা গুটিয়ে যায় ৩৪.৪ ওভারে ১৩৯ রানে। ম্যাচ সেরা হয়েছেন গ্লেন ফিলিপস।

বুধবার (১৮ অক্টোবর) চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়াম টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি। প্রথমে ব্যাট করে উইল ইয়োং, টম লাথাম ও গ্লেন ফিলিপসের ব্যাটে ভর করে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৮ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।

২৮৯ রানের টার্গেট ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় আফগানিস্তান। দলীয় ৪৩ রানের মধ্যে তিন ব্যাটারকে হারায় তারা।

এরপর রহমত শাহ ও আজমতুল্লাহ ওমরজাই মিলে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে দলীয় ৯৭ রানে ৩২ বলে ২৭ রান করে সাজঘরে ফিরে যান ওমরজাই।

ওমরজাইয়ের বিদায়ের পর পরই ৬২ বলে ৩৬ রান করে আউট হন রহমত। এই দুই ব্যাটারের বিদায়ের পর আর কেউ দাঁড়াতে পারেনি।

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩৪ ওভার ৪ বলে ১৩৯ রানে অলআউট হয় আফগানিস্তান। নিউজিল্যান্ডের পক্ষে মিচেল স্যান্টনার ও লকি ফার্গুসন নেন ৩টি করে উইকেট।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আফগানিস্তান, নিউজিল্যান্ড
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন