সু চি’র বিরুদ্ধে আইনি প্রক্রিয়া আদালত থেকে কারাগারে স্থানান্তর
মিয়ানমারের জান্তা সরকার নির্দেশ দিয়েছে অং সান সু চি’র বিরুদ্ধে চলমান সব আইনি প্রক্রিয়া আদালত থেকে কারাগারে স্থানান্তরের জন্য। বুধবার (২২ জুন) সু চি’র মামলার সঙ্গে সংশ্লিষ্ট তথ্য সূত্রে জানা যায়।
শান্তিতে নোবেল বিজয়ী ৭৭ বছর বয়সী সু চি’র বিরুদ্ধে দুর্নীতিসহ অন্তত ২০টি মামলার বিচারকাজ চলছে সামরিক আদালতে। এরমধ্যে কয়েকটি মামলার রায় ঘোষণা হয়েছে। প্রত্যেকটিই সুচির বিরুদ্ধে গিয়েছে। তবে যেসব অভিযোগ আনা হয়েছে তা তিনি অস্বীকার করেছেন।
সূত্র থেকে আরও জানা যায়, ‘নেপিদোর কারাগারের নতুন বিশেষ আদালতে মামলাগুলোর শুনানি স্থানান্তর করা হবে। আদালত বসানোর জন্য নতুন একটি ভবন প্রস্তুত হয়েছে বলে বিচারক ঘোষণা দেন।’
সামরিক সরকারের কাছে এ বিষয়ে তাৎক্ষণিক জানতে চাওয়া হলে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক বাহিনীর হাতে ক্ষমতাচ্যুত হন মিয়ানমারের সাবেক স্টেট কাউন্সিলর। তাকে মুক্তি দিতে জান্তা সরকারের ওপর চাপ প্রয়োগ করে আসছে পশ্চিমা দেশগুলো।
সূত্র: রয়টার্স