সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ দুইজন ইউপিডিএফ সন্ত্রাসী আটক হওয়ায় স্থানীয় জনসাধারণের সন্তুষ্টি প্রকাশ

fec-image

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার  সাজেক ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ১১ কিলো নামক এলাকা থেকে গত বৃহস্পতিবার বাঘাইহাট জোন এর জোন কমান্ডার লে. কর্নেল মো. মাসুদ রানা পিএসসি এর পরিকল্পনায় লে. আয়মান ইনতিসার মজুমদার এর নের্তৃত্বে এ অভিযান পরিচালনা করে অস্ত্রসহ দুইজন সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হন বাঘাইহাট জোনের সেনারা।

উক্ত সন্ত্রাসী আটক হওয়ায় স্থানীয় জনসাধারণ এবং ব‍্যাবসায়ীরা সন্তুষ্টি প্রকাশ করে বলেন দীর্ঘদিন যাবৎ উক্ত সন্ত্রাসী মালামলবাহী গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে হুমকি দিয়ে জোর পূর্বক স্থানীয় ব‍্যাবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছেন। বাঘাইহাট জোন এই চাঁদা কালেক্টরকে ধরতে পাড়ায় আমরা খুব আনন্দিত। এই অভিযানের পর থেকে গাড়ি চলাচল সাভাবিক রয়েছে। বাঘাইহাট জোন এই ধরনের অপারেশন আগেও করেছে এবং ভবিষ্যতেও এটা অব‍্যাহত থাকবে বলে আমরা আশাবাদী এবং সেই বিশ্বাস বাঘাইহাট জোনের প্রতি আমাদের আছে।

বাঘাইহাট জোন কমান্ডার লে. কর্নেল মো. মাসুদ রানা পিএসসি জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এই সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হওয়ায় কয়েকজন স্থানীয় ব‍্যাবসায়ী এবং জনসাধারণ আমাকে কল দিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।জোন কমান্ডার আরও বলেন আমরা কথা দিচ্ছি ভবিষ্যতেও এই ধরনের অপারেশন কার্যক্রম অব্যহত থাকবে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। দেশের এবং দেশের মানুষের পক্ষে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় কাজ করে যাচ্ছে। বাঘাইহাট জোন কোনও অবস্থাতে কোন সশস্ত্র সন্ত্রাসীকে বা পাহাড়ে শান্তি বিনষ্টকারীকে বিন্দু পরিমাণ ছাড় দিবে না। বাঘাইহাট জোনের অওতাধীন, যেখানেই চাঁদাবাজি বা সন্ত্রাসী কার্যক্রম করবে সেখানেই বাঘাইহাট জোন অপারেশন কার্যক্রম পরিচালনা করবে।

পরিশেষে বলতে চাই বাঘাইহাই জোন সব সময় আপনাদের সাথে থাকবে এবং সন্ত্রাস মুক্ত পাহাড় গড়ে তুলবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বাঘাইছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন