লক্ষ্মীছড়িতে সবজি ব্যবসায়ীকে হত্যার অভিযোগ, আটক দুই


খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে আহমত আলী নামে এক সবজি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ দুই জনকে আটক করেছে।
লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ন কবীর জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় আহমত আলী গরু আনতে বাড়ীর পাশে আম বাগানে যান। কিন্তু সে আর বাড়ি ফিরেনি।শুক্রবার(৮ মে) সকালে ওই আম বাগান থেকে তার লাশ পাওয়ায় যায়।
এ ঘটনায় আহমত আলীর ছেলে আল আমিন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ এজাহার ভূক্ত আসামীসহ দুইজনকে আটক করেছে। লাশ ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাপ্রবাহ: ৯ রোহিঙ্গা আটক, অভিযোগ, হত্যার
Facebook Comment