হরতালে রাঙামাটিতে চলছে শান্তিপূর্ণ হরতাল, আটক ৪
আলমগীর মানিক,রাঙামাটি
কেন্দ্র ঘোষিত হরতাল দুইদিনের সকাল সন্ধ্যা হরতাল পালনের প্রথমদিনে পিকেটিং করার সময় রাঙামাটি শহরের ভেদভেদী থেকে চার পিকেটারকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। বুধবার সকালে ভেদভেদী চেকপোষ্ট থেকে পুলিশ তাদের আটক করে বলে জানিয়েছে জেলা বিএনপি।
আটককৃতরা হলো নিতেন চাকমা (২৯), মোঃ রহিম উদ্দিন (২৪), সবুজ (২৮) ও সালাউদ্দিন(২৮)। রাঙামাটি কোতয়ালী থানার ডিউটি অফিসার এএসআই রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রাঙামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট সাইফুল ইসলাম পনির অভিযোগ করেন, কোনো প্রকার উস্কানী ছাড়াই শান্তিপূর্ন পিকেটিং করার সময় আমাদের চারজন কর্মীকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়।
এছাড়া আজকের হরতাল কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে চলছে। সকাল থেকে হরতালের শুরুতে জেলার অভ্যন্তরে ও দুরপাল্লার কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। শহরের স্কুল কলেজ, ব্যাংক, বীমা, অফিস, আদালত খোলা থাকলেও উপস্থিতি কম রয়েছে।