রামু মাছুমিয়া ইসলামিয়া মাদ্রাসা উদ্বোধনকালে এমপি কমল

‘অতীতে অনেকেই মানুষের ভোট নিয়ে প্রতারণা করেছে’

fec-image

এমপি কমল বলেন, ইসলাম সবসময় মানবকল্যাণের কথা বলেছেন। তাই আমরা রাজনীতি করি মানুষকে সেবা দেয়ার জন্য, মানবের কল্যাণে। অতীতে অনেকেই রাজারকুলের মানুষের ভোট নিয়ে প্রতারণা করেছে। সেই রাজনৈতিক প্রতারকদের বিষয়ে সতর্ক থাকতে হবে।

রামু রাজারকুল মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার চার তলা ভবনের ভিত্তি প্রস্তর, দ্বিতল ভবনের উদ্বোধন ও নুরানী শাখা চালু উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এসব কথা বলেন।

সোমবার (২০ মার্চ) বিকাল ৪ টায় সাইমুম সরওয়ার কমল এমপি মাদ্রাসার ভবন সমুহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, আগামী প্রজন্মকে স্মার্ট বাংলাদেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। যোগ্য নাগরিক হতে হলে মনোযোগ দিয়ে লেখা পড়া করতে হবে। এখন লেখা পড়ার খরচ বহন করে শেখ হাসিনার সরকার। শেখ হাসিনার কর্মী হিসেবে গরিব মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে বিদেশ গমনে ইচ্ছুকদের আমি সহযোগিতা করে আসছি।

এমপি কমল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিচ্ছেন বলেই আমি আপনাদের দিতে পারছি। বঙ্গবন্ধুকণ্যার দুরদর্শী নেতৃত্বে গ্রাম পর্যায়ে অভুতপূর্ব উন্নয়ন হচ্ছে। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামীতে সকলকে শেখ হাসিনার সাথে থাকার আহবান জানান তিনি।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামু থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল হোসাইন, রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান।

মাদ্রাসার প্রিন্সিপাল রুহুল আমিন আনছারীর স্বাগত বক্তব্য ও রাজারকুল ইউনিয়ন পরিষদের মেম্বার মাশেকুর রহমান সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, রাজারকুল ইউনিয়ন পরিষদের মেম্বার বোরহান উদ্দিন রব্বানী, ফজলুল হক চৌধুরী মেম্বার, শিক্ষক ফরিদুল আলম প্রমুখ।

উল্লেখ্য, সকালে আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি সকালে ঈদগাঁও উপজেলার জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন