প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুজেন্দ্র লাল ত্রিপুরা. এমপি

খাগড়াছড়িতে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও উপকরণ বিতরণ

fec-image

খাগড়াছড়ি জেলা পরিষদের উদ্যোগে এসআইডি-সিএইচটি প্রকল্পের “শিক্ষা ও দক্ষতার মাধ্যমে নারী ও মেয়ে শিশুর ক্ষমতায়ন ” কম্পোনেন্টের TVET(টেকনিক্যাল ও ভকেশনাল এডুকেশন ট্রেনিং) প্রোগ্রামের আওতায় বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রোগ্রামার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট,সেলাই মেশিন বিতরণ করা হয়।

সোমবার (২০ মার্চ) দুপুরের দিকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিউটের অডিটোরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সর চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা. এমপি।

এ দিন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সম্পন্ন করা ১’শত ৭৫ জন নারীদের মাঝে কানাডিয়ান সরকারের অর্থায়নে এবং পার্বত্য মন্ত্রণালয়ের পরিচালিত “এসআইডি-ইউএনডিপি-সিএইচটি” প্রকল্পের মাধ্যমে সকল প্রশিক্ষিত তরুণীদের মাঝে সনদপত্র এবং সংশ্লিষ্ট প্রশিক্ষণের উপকরণ প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) টিটন খীসা, জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা পরিষদের সদস্য নিলোৎপল খীসা, উশিংমং চৌধুরীসহ আরও অনেকে

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: উপকরণ, খাগড়াছড়ি, প্রশিক্ষণার্থী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন