চকরিয়ায় বিট পুলিশিং কার্যালয় উদ্বোধনে এসপি-হাসানুজ্জামান

‘অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি অপরাধের উৎসও নির্মূল করতে হবে’

fec-image

‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ স্লোগানকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়া পৌরসভার মাষ্টারপাড়ায় ২১নং বিট পুলিশিং কার্যালয়ের শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকালে শহিদ আবদুল হামিদ পৌর বাস টার্মিনাল এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে বিট পুলিশিং কার্যালয়ের শুভ উদ্বোধন করেন কক্সবাজারের নবাগত পুলিশ সুপার (এসপি) মো.হাসানুজ্জামান।

চকরিয়া থানার অফিসার ইনচর্জা (ওসি) শাখের মোহাম্মদ যুবায়েরের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার-১(চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম।

প্রধান অতিথির বক্তব্যে এমপি জাফর আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত প্রচেষ্টায় পুলিশ এখন আধুনিক ও জনমুখি হয়েছে। পুলিশ এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি সেবামূলক কাজেও নিয়োজিত। জাতীয় থেকে শুরু করে আঞ্চলিক পর্যায়ে পুলিশ সেবার মহান ব্রত নিয়ে কাজ করছে। পুলিশ আর জনগণের মাঝে যে দুরুত্ব ছিলো তা এখন নেই বললেই চলে। যার কারণে এলাকায় অপরাধ কমে এসেছে।

অনুষ্ঠানের উদ্বোধকের আলোচনায় এসপি মো. হাসানুজ্জামান বলেন, জনগণের দোরগোড়ায় সেবা পৌছে দিকে বিট পুলিশিংয়ের ভুমিকা অপরিসীম। বিট পুলিশিং কার্যক্রমের ফলে এলাকায় চুরি-ছিনতাইসহ নানা ধরনের অপরাধ প্রবণতা কমে এসেছে। এখন থেকে থানা হবে মূল সেবার কেন্দ্র।

তিনি আরো বলেন, প্রত্যেক অপরাধের পিছনে ইন্ধনদাতা থাকে। পুলিশ সেসব ইন্ধনদাতাদের খুঁজে বের করতে কাজ করছে। তাই অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি অপরাধের উৎসও নির্মূল করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার (এএসপি) তফিকুল আলম, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া উপজেলা কমিউিনিটি পুলিশিংয়ের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম লিটু, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, চকরিয়া মহিলা কলেজের অধ্যক্ষ এসএম মঞ্জুর প্রমুখ।

এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, চকরিয়া থানার বিভিন্ন পর্যায়ে কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা সভার পরে আলহাজ্ব জাফর আলম এমপি ও এসপি মো.হাসানুজ্জামান চকরিয়া পৌরসভার মাষ্টার পাড়ার ২১নং বিট পুলিশিং কার্যালয়ের শুভ উদ্বোধন করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, চকরিয়া, বিট পুলিশিং
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন