অপরিচিতি কলে সাইলেন্স রাখার সুবিধা দিলো হোয়াটসঅ্যাপ

fec-image

অবাঞ্ছিত কল থেকে মুক্তি ! অচেনা কেউ কল করলে এমনিতেই শোনা যাবে না হোয়াটসঅ্যাপের রিং। এমনই নতুন বৈশিষ্ট্য আনল হোয়াটসঅ্যাপ। নিজেই নতুন ফিচারের বিষয়ে ফেসবুকে পোস্ট করেছেন মেটার প্রতিষ্ঠাতা সিইও মার্ক জুকারবার্গ।

মেটার সিইও জানিয়েছেন, ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষার স্বার্থে নতুন এই বৈশিষ্ট্য যোগ করা হয়েছে হোয়াটসঅ্যাপে। যেখানে স্বয়ংক্রিয়ভাবে আপনি চাইলেই অচেনা লোকের কল সাইলেন্স রাখতে পারবেন। সেই ক্ষেত্রে অপরিচিত ব্য়ক্তি কল করলে আপনার ফোনে হোয়াটসঅ্যাপের টিউন বাজবে না।

এই ফিচারের ফলে বার বার কল করেও ব্যবহারকারীর সাড়া না পেলে অপরিচিত নম্বর থেকে আসা কলের সংখ্যা কমে যাবে। ফিচারটির নাম ‘সাইলেন্স আননোন কলারস’।

যেভাবে চালু করবেন ‘সাইলেন্স আননোন কলারস’
১. প্রথমে আপনার হোয়াটসঅ্যাপে আপ্লিকেশনটি ওপেন করুন।
২. প্রাইভেসি অপশন বাছাই করুন
৩. কলস অপশনে ক্লিক করুন
৪. এরপর ‘সাইলেন্স আননোন কলারস’ নির্বাচন করুন এবং অপশনটি চালু করে নিন।

হোয়াটসঅ্যাপ অ্যাপটির সর্বাধিক ব্যবহারকারী দেশ ভারত এবং প্রায় ৫০০ মিলিয়নের অধিক মানুষ দেশটিতে অ্যাপটি ব্যবহার করেন। ২০২২ সালের শেষের দিকে ভারতে স্প্যাম কল বৃদ্ধি এবং কলের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রতারণার অভিযোগ আসতে থাকে। ভারতের পর সারা বিশ্বে এ ধরনের স্প্যাম কল বৃদ্ধি পায়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন