অস্ট্রেলিয়া ও মালয়েশিয়াসহ ৪ দেশে রমজানের তারিখ ঘোষণা

fec-image

অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরে মঙ্গলবার (১২ মার্চ) থেকে রমজান শুরু হবে। দেশগুলো পৃথকভাবে এই ঘোষণা দিয়েছে। খবর গালফ নিউজ।

ফেডারেল কাউন্সিল অব ইমামস, অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল ও ফতোয়া এবং শরিয়া আরবিট্রেশন কাউন্সিলের সহযোগিতায় অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি নিশ্চিত করে বলেছেন, দেশটিতে শাবানের শেষ দিন সোমবার আর মঙ্গলবার হবে রমজানের প্রথম দিন।

দেশটির ভৌগোলিক অবস্থানের কারণে এবং যেভাবে চাঁদ তার ভূখণ্ডের সাপেক্ষে প্রদর্শিত হয় সেই হিসেবে অস্ট্রেলিয়া প্রায়ই প্রথম দেশ হিসেবে রমজান শুরুর ঘোষণা দিয়ে থাকে।

যেহেতু অস্ট্রেলিয়া পূর্ব গোলার্ধে অবস্থিত এবং অন্যান্য অনেক দেশের তুলনায় টাইম জোনে এগিয়ে, তাই দেশটিতে প্রায়ই পশ্চিম গোলার্ধের দেশগুলোর তুলনায় ইসলামিক চন্দ্র মাস আগে শুরু হয়।

ব্রুনাই ঘোষণা করেছে, মঙ্গলবার হবে রমজানের প্রথম দিন। দেশটিতে এখনো চাঁদ যায়নি।

মালয়েশিয়া ঘোষণা করেছে এখনো চাঁদ দেখা যায়নি। তাই মঙ্গলবার থেকে শুরু হবে পবিত্র রমজান মাস।

ইন্দোনেশিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ঘোষণা করেছে, মঙ্গলবার হবে দেশটিতে রমজানের প্রথম দিন। ইন্দোনেশিয়ার সব পর্যবেক্ষণ পয়েন্টে চাঁদ দেখা যায়নি।

সিঙ্গাপুরের মুফতি ডক্টর নাজিরুদ্দিন মোহাম্মদ নাসির ঘোষণা করেছেন, রোজার প্রথম দিনটি ১২ মার্চ অর্থাৎ মঙ্গলবার পড়ে।

এদিকে, আরব বিশ্বে চাঁদ দেখা কমিটিগুলো সোমাবার সন্ধ্যার পর চাঁদ দেখতে বসবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন