আকাশ থে‌কে আর বৃ‌ষ্টি পড়‌বেনা: বীর বাহাদুর

fec-image

পার্বত‌্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণাল‌য়ের মন্ত্রী বীর বাহাদুর উ‌শৈ‌সিং এম‌পি ব‌লে‌ছেন আ‌গে আকাশ থে‌কে বৃ‌ষ্টি পড়‌লেও এখন আর আকাশ থে‌কে বৃ‌ষ্টি পড়‌বেনা, কারন আমরা প‌রি‌বে‌শের উপর হাত দি‌য়ে‌ছি।

রোববার (৫‌ ডি‌সেম্বর) সকা‌লে বান্দরবান অরুন সারকী টাউন হ‌লে বন‌বিভা‌গের আ‌য়োজ‌নে অনু‌ষ্ঠিত অংশীদা‌রিত্বশীল ওয়াটার শেড সহ-ব‌্যবস্থাপনা বিষয়ক কর্মশালায় প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে পার্বত‌্য মন্ত্রনাল‌য়ের মন্ত্রী বীর বাহাদুর উ‌শৈ‌সিং এম‌পি এসব কথা ব‌লেন।

তি‌নি আ‌রও ব‌লেন, একসময় পাহা‌ড়ে প্রচুর গাছ ছিল। প্রখর রো‌দে সেই গা‌ছের ছায়ায় আশ্রয় নিতাম, সেই গা‌ছের অ‌ক্সি‌জেন গ্রহণ করতাম আর সেই গা‌ছের ধ‌রে রাখা পা‌নি পান করতাম। গা‌ছের পা‌নি জলীয় বাষ্প হ‌য়ে আকা‌শে গি‌য়ে মে‌ঘের সৃ‌ষ্টি কর‌তো, তা‌তেই বৃ‌ষ্টি হতো। আজ পাহা‌ড়ে গাছ নাই, ছায়া নাই আর ঝি‌ড়ি‌তে পা‌নিও নাই। পরি‌বে‌শের উপর হাত দেয়ায় আজ নি‌জে‌দেরই বে‌ঁচে থাক‌তে কস্ট হ‌চ্ছে। প‌রি‌বে‌শে হাত দেয়ার কার‌নে মা‌টি‌তে পা‌নিও নাই। এসময় প‌রি‌বেশ বাঁচা‌তে গাছ লাগা‌নোর কথা ব‌লেন তি‌নি। প্রতি‌দিন একজন এক‌টি গাছ লাগা‌লে দি‌নে দে‌শে ১৭‌কে‌া‌টি গাছ হ‌বে, এ‌তে প‌রি‌বেশও রক্ষা পা‌বে ব‌লে জানান তি‌নি।

এসময় বিভাগীয় বন কর্মকর্তা (পাল্পউড) মাহমুদুল হাসান এর সভাপ‌তি‌ত্বে জেলা প‌রিষ‌দের মূখ‌্য নির্বাহী কর্মকর্তা এ‌টিএম কাউছার হো‌সেন, বিভাগীয় বন কর্মকর্তা হক মাহাবুব হো‌সেন, লামা বিভাগীয় বন কর্মকর্তা আ‌রিফুল হক বেলাল, অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার না‌জিম উ‌দ্দিন, নেজারত ডেপু‌টি কা‌লেক্টর মাসুদুর রহমান রু‌বেল, ‌ ইউ‌এন‌ডি‌পির ম‌্যা‌নেজার খু‌শি রায় ত্রিপুরা, জেলা প‌রিষ‌দের সদস‌্য লক্ষীপদ দাশসহ বি‌ভিন্ন মৌজার হেডম‌্যান কারবারী ও বন‌বিভা‌গের কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন।

প‌রে ৪০জন অংশীজনকে অংশীদা‌রিত্বশীল ওয়াটার শেড সহ-ব‌্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন