আপন ভাইকে আইনের হাতে তুলে দিলেন চকরিয়া পৌরসভার কাউন্সিলর 

fec-image

মাদকের বিরুদ্ধে সংগ্রামের দুঃসাহসিক অগ্রযাত্রার সফল নায়ক কক্সবাজার জেলার সুদক্ষ পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম এর দেখানো আলোর পথে অনুপ্রাণিত হয়ে এবার হাটঁতে শুরু করেছেন চকরিয়া পৌরসভার জনপ্রিয় কাউন্সিলর জিয়াবুল হক।

ইতোমধ্যে তিনি ঘোষণা দিয়েছেন প্রথম নিজ এলাকাকে মাদকমুক্ত করবেন। সেইজন্য তিনি সর্বপ্রথম নিজবাড়িতে শুদ্ধি অভিযানে নেমেছে। এরই অংশ হিসেবে ইতোমধ্যে চকরিয়া পৌরবাসীর নতুন দিনের স্বপ্নদ্রষ্টা জনপ্রিয় কাউন্সিলর জিয়াবুল হক মাদক সেবনের অপরাধে নিজের আপন ভাই চুট্টোকে পুলিশের হাতে তুলে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন। অপরাধ করলে নিজের ভাইকেও ছাড় নেই। তাই প্রমাণ দিয়েছেন জনপ্রিয় এ জনপ্রতিনিধি।

কাউন্সিলর জিয়াবুল হক ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, আগামীতে নিজের স্বপ্ন বাস্তবায়িত হলে স্বচ্ছতা ও জবাবদিহিতা মূলক টেকশই উন্নয়নের পাশাপাশি নাগরিক অধিকার প্রতিষ্ঠা, ন্যায় বিচার, সুশাসন এবং অপরাধমুক্ত মডেল পৌরসভা রূপান্তরে সকলকে সাথে নিয়ে কাজ করবেন। তিনি একজন পরীক্ষিত সেবক হিসেবে পৌরবাসীসহ সর্বমহলের কাছে দোয়া চেয়েছেন।

স্থানীয় লোকজন জানিয়েছেন, চকরিয়া পৌরসভার কাউন্সিলর জিয়াবুল হক সম্প্রতি নিজের ভাইকে প্রশাসনের হাতে তুলে দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রত্যেক জনপ্রতিনিধিই এধরনের কাজ করলে সমাজে অপরাধ প্রবনতা কমে যাবে এবং সুন্দর সমাজ বিনির্মাণ হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন