আবাসিক হোটেলে নিয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

fec-image

কক্সবাজারে আবাসিক হোটেলে নিয়ে নিজের স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী সালাহ উদ্দিন (৩০)-কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

২৮ জুলাই নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন এ রায় প্রদান করেন।

রায় ঘোষণাকালে আসামি সালাহ উদ্দিন আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন।

সে নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার বাটিয়া ৩ নং ওয়ার্ডের নুরুল ইসলামের ছেলে।

রাষ্ট্র পক্ষে ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বদিউল আলম সিকদার।

আসামিপক্ষের আইনজীবী ছিলেন মোস্তাক আহমেদ চৌধুরী।

২০১৭ সালের ১১ অক্টোবর কক্সবাজার শহরের কলাতলী হোটেল মোটেল জোন এলাকা আরএম গেস্ট হাউজের ২০১ নং কক্ষ থেকে মিনা সরকার (২৬) নামক মহিলার গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করে পুলিশ।

তিনি নোয়াখালীর বসুর হাটের বাসিন্দা। স্বামী স্ত্রী কক্সবাজারে বেড়াতে এসে হোটেলে উঠেন।

এ ঘটনায় ১২ অক্টোবর কক্সবাজার সদর মডেল থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) দীপক কুমার সিংহ বাদি হয়ে মামলা করেন। যার মামলা নং-নারী ৪৩৫/১৮। মামলার একমাত্র আসামি স্বামী পরিচয়দানকারী সালাহ উদ্দিন।

২০১৮ সালের ২২ মে আদালতে মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেন তদন্ত কর্মকর্তা দীপক কুমার সিংহ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আবাসিক হোটেল, কারাদণ্ড, স্ত্রী হত্যা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন