ইউক্রেনের বিদ্যুৎ সঞ্চালন লাইন মেরামতে ১১৫ মিলিয়ন ডলার দেবে কানাডা

fec-image

ইউক্রেনে দফায় দফায় রুশ হামলায় ক্ষতিগ্রস্ত দেশটির বিদ্যুৎ সঞ্চালন লাইন মেরামতে দেশটিকে ১১৫ মিলিয়ন ডলার দেবে কানাডা।

মঙ্গলবার প্যারিসে ইউক্রেনিয়ান পিপল কনফারেন্সে অংশ নিয়ে কানাডার উপপ্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এ ঘোষণা দিয়েছেন। খবর: আল জাজিরা।

অর্থ সহায়তা দেওয়া বিষয়ে ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড বলেন, ‌‌রাশিয়া ও বেলারুশ থেকে আমদানিকৃত পণ্যসামগ্রীর ওপর সংগৃহীত রাজস্ব থেকে কিয়েভকে এই অর্থ সহায়তা দেওয়া হবে।

ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড বলেন, তার দেশের এই তহবিল ইউক্রেনকে দেশটির জ্বালানি অবকাঠামোর সুরক্ষা নিশ্চিতে সহায়তা করবে। বিশেষ করে আসন্ন কঠিন শীতে এর প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, ‘পুতিন এবং তার দোসররা যুদ্ধাপরাধী। তারা ইউক্রেনের জনগণের স্পিরিটকে ভেঙে দিতে শীতকে অস্ত্র হিসেবে ব্যবহারের চেষ্টা করছে।’

গত সোমবার জি-৭ জানিয়েছে, তারা ইউক্রেনে সহায়তার ক্ষেত্রে সমন্বয় এবং দেশটির পুনর্গঠনে সহায়তার জন্য একটি মাল্টি এজেন্সি প্ল্যাটফর্ম স্থাপন করবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অর্থ সহায়তা, ইউক্রেন, কানাডা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন