ইউ‌পি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন কর‌তে কর্মকর্তাদের জেলা প্রশাসকের নি‌র্দেশ

fec-image

আসন্ন ২য় পর্যা‌য়ের বান্দরবা‌নের লামা ও নাইক্ষ‌্যংছ‌ড়ির দুই উপ‌জেলার ৯‌টি ইউ‌পি নির্বাচন অবাধ, সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য নির্বাচনপূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী আইন-শৃঙ্খলা রক্ষার জন‌্য পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসারসহ সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দি‌য়ে‌ছেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াছ‌মিন পারভীন তিবরী‌জি।

সোমবার (৮ন‌ভেম্বর) জেলা আইন-শৃঙ্খলা সভায় প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে তি‌নি এ কথা ব‌লেন।

তি‌নি আ‌রও ব‌লেন, আগামী বৃহস্প‌তিবার (১১ন‌ভেম্বর) বান্দরবা‌নের লামা ও নাইক্ষ‌্যংছ‌ড়ি‌তে ইউ‌পি নির্বাচন অনু‌ষ্ঠিত হ‌বে। ওই দিন বান্দরবা‌নের কোন কে‌ন্দ্রেই অ‌নিয়ম হ‌তে দেয়া হ‌বেনা। ভোটাররা যেন শা‌ন্তিপূর্ণভা‌বে ভোট দি‌তে পা‌রে সে জন‌্য অবশ‌্যই আইন-শৃঙ্খলা বা‌হিনী‌কে সজাগ থাকতে হ‌বে। এসময় তি‌নি সকল‌কে ভোট‌কে‌ন্দ্রে শা‌ন্তিপূর্ণ প‌রি‌বেশ রক্ষায় এক‌ত্রিত হ‌য়ে কাজ করার আহ্বান জানান।

এসময় বান্দরবা‌নের অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক, উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম‌্যা‌জি‌স্টেট ও বি‌ভিন্ন অ‌ফি‌সের কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন