ঈদগাঁওয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মুল্যবান মালামাল লুট

fec-image

কক্সবাজারের ঈদগাঁওয়ে দুই বসতঘর থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মুল্যবান মালামাল লুট হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড রিজার্ভ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য ও প্রতিবেশী আবুল হোসেন জানান, তার প্রতিবেশী মনজুর আলম (প্রকাশ আলম মাঝি) ও তার প্রবাসী ছেলে জিয়া উদ্দিন রানার পৃথক বসত ঘরে পরিবারের সদস্যদের অনুপস্থিতির সুযোগে ঘরের দরজা এবং আলমিরার তালা ভেঙ্গে নগদ টাকা, স্বর্ণালংকার ও মুল্যবান জিনিস পত্র লুট করে দূর্বৃত্তরা। তিনি জেনেছেন নগদ এক লাখ টাকা, তিন ভরি স্বর্ণালঙ্কার এবং মূল্যবান মালামাল লুট হয়েছে।

‎‎‎লুটের শিকার মনজুর আলম (প্রকাশ আলম মাঝি) এর ছেলে আসিফের সাথে যোগাযোগ করা হলে লুটের ঘটনা স্বীকার করলেও এ ঘটনা পূর্ব শত্রুতার জের না চুরি তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

‎এ বিষয়ে ঈদগাঁও থানার ওসি মো. মছিউর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ দল পাঠানো হয়েছে। বাড়িতে কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটাতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এটি পূর্ব শত্রুতার জের না চুরি তা খতিয়ে দেখা হচ্ছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ঈদগাঁও, কক্সবাজার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন