ঈদগাঁও ২ বখাটেকে জুতার মালা


ছাত্রীদের নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্যের জেরে ২ বখাটে টিকটকারকে মাথা ন্যাড়া ও গলায় জুতার মালা পরিয়ে শাস্তি দিল ক্ষুদ্ধ ছাত্র -জনতা। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয় এবং এ শাস্তির পর সাধারণ জনগণের ক্ষোভ কিছুটা হলেও উপশম হয়।
চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী উচ্চবিদ্যালয় এলাকায় বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে।
স্থানীয়রা জানান, অত্র স্কুল ছাত্রীদের নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ বাক্য ব্যবহার করে একই ইউনিয়নের রায়হান ও রবিউল নামের দুই বখাটে টিকটকার কর্তৃক সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত টিকটককে কেন্দ্র করে পুরো এলাকার সাধারণ জনগণ ও অভিভাবকরা ক্ষোভে ফুঁসছিল।
বৃহস্পতিবার সকালে স্কুল খোলার আগেই স্থানীয় ছাত্র জনতা এ দুই বখাটেকে ঘর থেকে ধরে এনে পোকখালী উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে বেঁধে মাথা ন্যাড়া করে গলায় জুতার মালা ঝুলিয়ে দেয়।পরে স্কুল খোললে ক্ষুদ্ধ ছাত্র জনতা তাদের জব্দকৃত মোবাইলসহ স্কুল কর্তৃপক্ষের নিকট এ দুই বখাটেকে হস্তান্তর করেন। উক্ত দুই বখাটের মধ্যে রায়হান পোকখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ড গুদাম পাড়ার টিপু সোলতানের ছেলে ও অপর বখাটে রবিউল পশ্চিম পোকখালীর এলাকার।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম শফি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি সকালে স্কুলে পৌঁছার আগেই বিদ্যালয়ের সাবেক ছাত্ররা ও এলাকাবাসী এ দুই কিশোরকে ঘর থেকে ধরে এনে শাস্তি দিয়েছেন এবং তিনি পৌঁছে টিকটিক তৈরিতে ব্যবহৃত মোবাইল দুটি জব্দ করে ঘটনাটি ইউএনওকে অবহিত করেন।পরে এলাকাবাসী ও ছাত্রদের সাথে পরামর্শ করে মুচলেকা নিয়ে ছেলে দূজনকে অভিভাবকদের হাত তুলে দেন।
উল্লেখ্য,গত দুই দিন পূর্ব থেকে আচমকা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উক্ত বিদ্যালয়ের শহীদ মিনারের উপর দাঁড়িয়ে এ দুই বখাটে কিশোর বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে চরম আপত্তিকর ও অশ্লীল শব্দ ব্যবহার করে অশালীন টিকটক তৈরি করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিলে তা মুহূর্তেই ভাইরাল হয় ।এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দার ঝড় উঠে এবং নেটিজেনরা এ দুই বখাটের কঠোর শাস্তি দাবি করে।