বিজিবির বিশেষ অভিযান

উখিয়ায় কুখ্যাত ইয়াবা গডফাদার মনির হোসেন আটক

fec-image

কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে শাহজাহান হত্যা মামলার প্রধান আসামি এবং টাস্কফোর্সের তালিকাভুক্ত কুখ্যাত ইয়াবা গডফাদার মনির হোসেন ওরফে মনির (৩৮) কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। আটককৃত মনির উখিয়ার পালংখালী ইউনিয়নের ধামনখালী গ্রামের জব্বর মুল্লুকের ছেলে।

গতকাল (৭ অক্টোবর) বিকেলে বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ইয়াবা পাচারের অর্থ ভাগাভাগির উদ্দেশ্যে কুখ্যাত ইয়াবা কারবারি মনির হোসেন রহমতের বিল এলাকায় অবস্থান নেবে। এ প্রেক্ষিতে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ আভিযানিকদল উখিয়ার বালুখালী ইউনিয়নের রহমতের বিল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বালুখালী বিওপি’র আরেকটি স্পেশাল দল পূর্ব থেকে কৌশলে সেখানে অবস্থান নেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে মনির পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। পরে তাকে ব্যাটালিয়ন সদরে নিয়ে আসা হয়।

আটককৃত মনির হোসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় ইয়াবা পাচার ও মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে একাধিক হত্যা ও মাদকের ওয়ারেন্টভুক্ত মামলা রয়েছে। এছাড়া তিনি উখিয়া থানার বহুল আলোচিত শাহজাহান হত্যা মামলার প্রধান আসামি। উল্লেখ্য, তিনি পূর্বে একাধিক মামলায় জামিনে থাকলেও ২০২৪ সালের নভেম্বর মাসে দায়ের হওয়া ৯ হাজার ৬০০ পিস ইয়াবা সংক্রান্ত মামলায় বর্তমানে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন।

আটককৃত মনির হোসেনকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ ব্যাপারে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, “বিজিবি’র হাতে অনেক ইয়াবা চোরাকারবারি ধরা পড়লেও তারা সাধারণত বহনকারী বা মাঠ পর্যায়ের সদস্য। কিন্তু মনির হোসেনের মতো গডফাদাররা দীর্ঘদিন পর্দার আড়ালে থেকে পুরো নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করে। আমরা এ ধরনের গডফাদারদের চিহ্নিত করছি এবং তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।”

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: উখিয়া, কক্সবাজার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন