উখিয়ার করোনা শনাক্ত দুইজনকে রামু আইসোলেশনে

fec-image

কক্সবাজারের উখিয়ার প্রথম দুইজনসহ জেলায় ৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে৷ আক্রান্তরা হলো, রত্নাপালং ইউনিয়নের পশ্চিমরত্না গ্রামের বাসিন্দা আবুল কালামের ছেলে শাহ আলম (২৭) ও রাজাপালং ইউনিয়নের উখিয়া সদরের হাজিরপাড়া এলাকার বানু বিবি। এই দুইজনকে রামু আইসোলেশনে পাঠিয়েছে প্রশাসন।

২৭ এপ্রিল রাত ৮টার দিকে উখিয়া দুইজন করোনা ভাইরাসের আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা রঞ্জন বড়ুয়া।

সূত্রে জানা গেছে, করোনা আক্রান্ত শাহ আলম পেশায় একজন মাছ ব্যবসায়ী। সে কক্সবাজার, চকরিয়া থেকে মাছ এনে কোটবাজারে বিক্রি করে থাকে।

অপরদিকে বানু বিবির এক ছেলে কয়েকদিন পূর্বে ঢাকা থেকে বাড়ি আসে বলে জানিয়েছে স্থানীয়রা।

দুই জন করোনা ভাইরাসের আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়ার পরপরই তাদেরকে আইসোলেশন সেন্টারে পাঠান প্রশাসন। এসময় স্বজনদের কোয়ারেন্টাইনে রেখে নমুনা পরীক্ষা করার প্রক্রিয়া চলছে বলে জানান উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নিকারুজ্জামান চৌধুরী।

উল্লেখ্য, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে সোমবার ১২২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৬ জনের রিপোর্ট পজেটিভ আসে। তাদের মধ্যে রামুর ১ জন, উখিয়ার ২ জন, চকরিয়ার ১ জন, মহেশখালীর ১ জন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন