উখিয়ায় দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা

fec-image

উখিয়া ও কোর্ট বাজারের প্রধান সড়কের উপর যত্রতত্র গাড়ি পার্কিং এর কারণে রাস্তায় দীর্ঘ যানজট বেড়ে হয়রানির শিকার হচ্ছে অসংখ্য পথচারি ও যাত্রীরা।

রাস্তা, ফুটপাথ দখল করে যে যার মতো সাজাচ্ছেন যত্রতত্র গাড়ি পার্কিং। ফুটপাথের পাশেই গাড়ি, টমটম, অটো, সিএনজি মিনিবাস, কারসহ অনেক যানবাহন। এতে কক্সবাজার টু টেকনাফগামী বাস যাতায়াতের পথ অনকটা ছোট হয়ে যায় ফলে যানজট লেগে থাকে ঘন্টারপর ঘন্টা। রোহিঙ্গা অধ্যুষিত এলাকা উখিয়া টেকনাফের জনগণের জনজীবন বিপাকে। একদিকে রোহিঙ্গাদের ঘনবসতিতে পরিবেশ নষ্ট অন্যদিকে রোডে যানজটের চিত্র। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ফিটনেসবিহীন গাড়ি, অদক্ষ ড্রাইভার অবৈধভাবে রোডে গাড়ি নিয়ে লাইন ক্রসের প্রতিযোগিতায় থাকে এতে করে সড়কের পরিবেশ নষ্ট হচ্ছে লাগছে যানজট।

সোমবার সরজমিন সন্ধ্যায় দেখা যায়, উখিয়া থানার মোড়ে অসংখ্য যানবাহন যে যার মতো করে সড়কে গাড়ি রাখার কারণে দীর্ঘ ৩ ঘন্টা যানযটে যাত্রীরা আটকা পড়ে ভোগান্তির শিকার হচ্ছে। পথচারীরাও রাস্তা পার হতে পারছেনা।

পথচারী হেলাল উদ্দিন জানান, উখিয়া-টেকনাফ সড়কে রাস্তা বড় করে কি লাভ হল। বরং সড়কে যত্রতত্র টমটম, সিএনজি, পার্কিনের কারণে প্রতিনিয়ত যানযটে পড়ে যাত্রী ও পথচারীরা ভোগান্তির শিকার হচ্ছে। এখান থেকে পরিত্রাণ পেতে প্রশাসনের সহযোগিতা ছাড়া কোনদিন যানযট মুক্ত করা সম্ভব নয়।

উখিয়ার নবাগত ট্রাফিক অফিসার (সার্জন) মোশারফ হোসেন বলেন, রাস্তায় যানজট কমাতে আমরা ট্রাফিক পুলিশকে নতুন করে সাজাচ্ছি আমাদের সময় দিন যেহেতু আমরা নতুন এসেছি। উখিয়াকে পরিপুর্ণ করে তুলতে আমরা সব ধরণের পদক্ষেপ নিচ্ছি এতে আপনারাও আমাদের সাহায্য করুন। রাস্তায় কোন অবৈধ পার্কিং থাকবে না। অদক্ষ ড্রাইভারের আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: উখিয়ায়, ভোগান্তিতে, যাত্রীরা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন