উখিয়ায় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ রোহিঙ্গা আটক

fec-image

কক্সবাজার র‌্যাব-১৫ এর সদস্যরা উখিয়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোরে উখিয়া কুতুপালং বাজারের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করে র‌্যাব।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মাদক ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল হতে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে মো. রশিদ (৩৫) নামের এক রোহিঙ্গাকে আটক করা হয়।

সে বালুখালী ৮নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি/১৫ এর বাসিন্দা ইউছুপ আলীর পুত্র বলে জবানবন্দিতে জানিয়েছে।

পরে স্বাক্ষীদের উপস্থিতিতে হাতে থাকা ব্যাগ তল্লাশী করে ১হাজার ৯শ ৫০পিস ইয়াবা পাওয়া যায়।

এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত মাদক ও ধৃত মাদক কারবারীকে উখিয়া থানায় সোর্পদ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আটক, রোহিঙ্গা, র‌্যাব-১৫
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন