কক্সবাজারবাসির সাথে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী

ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

ভিডিও কনফারেন্সের মাধ্যমে কক্সবাজারবাসির সাথে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১৯ নভেম্বর শনিবার শহরের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে ১ ঘন্টার ভিডিও কনফারেন্সে বসবেন প্রধানমন্ত্রী।

সাম্প্রতি সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন, তাদের বাড়ি-ঘরে হামলাসহ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ঘটনার পর সাধারণ মানুষের সঙ্গে মনবিনিময় করার সিন্ধান্ত নেন প্রধানমন্ত্রী। এর আগে প্রধানমন্ত্রী স্বশরীরে মানুষের সঙ্গে আলাপ করলেও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলবেন।

এই মতবিনিময়ের জন্য স্টেডিয়ামে খেলার কোন ক্ষতি না হয় মত মঞ্চ তৈরী করা হয়েছে। আর গত সোমবার ওই স্থন পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ আলী হোসেন।

জেলা প্রশাসক মোঃ আলী হোসেন জানান, মাননীয় প্রধান মন্ত্রী কক্সবাজার বাসির সাথে কথা বলতে চান। ইতিমধ্যেই মঞ্চের কাজ সম্পন্ন করা হয়েছে। মতবিনিময় সভায় ৩ হাজার লোকের জমায়েত হবে। এ সময় প্রধানমন্ত্রী কোন নির্দিষ্ট ব্যক্তির সাথে কথা বলবেন না। যাকে ইঙ্গিত করেন তার সাথেই কথা বলবেন বলেও জানান তিনি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন