কক্সবাজারের স্কাই মুভি থিয়েটারে ৬ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘ঊনপঞ্চাশ বাতাস’

fec-image

আগামী ৬ নভেম্বর শুক্রবার কক্সবাজারের স্কাই মুভি থিয়েটারে মুক্তি পাচ্ছে বিপুল প্রশংসিত সিনেমা ‘ঊনপঞ্চাশ বাতাস’। ছবিটির নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামী ৬ নভেম্বর ২০২০ কক্সবাজার স্কাই মুভি থিয়েটারে ঊনপঞ্চাশ বাতাস’র শুভমুক্তি। এদিন একইসাথে শিল্পনগরী খুলনা’র লিবার্টি হলে যাচ্ছে আপনাদের ভালবাসার চলচ্চিত্র ‘ঊনপঞ্চাশ বাতাস’।

এদিকে গত ২৩ অক্টোবর ঢাকার পাঁচ হলে মুক্তি পায় মাসুদ হাসান উজ্জ্বলের প্রথম সিনেমা ‘ঊনপঞ্চাশ বাতাস’। স্টার সিনেপ্লেক্সের তিন হল, যমুনা ব্লকবাস্টার ও চট্টগ্রামের সিলভার স্ক্রিনে মুক্তি পায় ছবিটি। ছবিটির মুক্তির পর ব্যপক সাড়া পড়ে। পরের সপ্তাহে নারায়নগঞ্জে মুক্তি পায় ছবিটি। আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা ছবিটি এখন সৈকতের বাসিন্দাদের জন্য যাচ্ছে।

দেশের সুস্থ সিনেমার দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলো ছবিটি। ছবিটি প্রসঙ্গে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল জানিয়েছিলেন, ‘একটা সুস্থ্য স্বাভাবিক পৃথিবীর প্রত্যাশায় আমরা গত ১৩ মার্চ ‘ঊনপঞ্চাশ বাতাস’র মুক্তি স্থগিত করেছিলাম। এর মাঝে চলে গিয়েছে ঘরবন্দী দীর্ঘ ৭ টি মাস!

তিনি বলেন, এখন আমাদের মানসিক স্বাস্থ্য ঠিক রাখাটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেই কথা বিবেচনা করে মুক্তি পেলো আপনাদের দীর্ঘ প্রতিক্ষা এবং ভালোবাসার চলচ্চিত্র ‘ঊনপঞ্চাশ বাতাস’।

মাসুদ হাসান উজ্জ্বল নির্মিত ছবিটি ১৩ মার্চ মুক্তির কথা ছিলো। তবে করোনা ইস্যুতে পিছিয়ে যায় ছবিটির মুক্তি। গত ফেব্রুয়ারিতে ‘ঊনপঞ্চাশ বাতাস’ ছবিটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পায়।

রেড অক্টোবরের ব্যানারে নির্মিত সিনেমাটি প্রযোজনা করেছেন আসিফ হানিফ। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন শার্লিন ফারজানা ও ইমতিয়াজ বর্ষণ। ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই। এছাড়া এর ফটোগ্রাফি, শিল্প নির্দেশনায়, সঙ্গীত পরিচালনায়, গান রচনায়, পোস্টার ডিজাইনও করেছেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন